চেঙ্গিস খানের ইতিহাস pdf download | chinggis khan itihas book pdf. চেঙ্গিস খানের ইতিহাস বইটির লেখক হ্যারল্ড ল্যাম্ব (Harold Lamb) এবং দিব্য প্রকাশ (Dibya Prakhsh) কর্তৃক প্রকাশিত ঐতিহাসিক ব্যক্তিত্ব বিষয়ক বই ৷ বইটির পিডিএফ লিংক দেওয়া আছে, নিচ থেকে ডাউনলোড করুন ৷ প্রতিদিন বইয়ের পিডিএফ পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
চেঙ্গিস খানের ইতিহাস pdf Download
বইয়ের বিবরণঃ চেঙ্গিস খান
বইঃ | চেঙ্গিস খান : সব মানুষের সম্রাট |
লেখকঃ | হ্যারল্ড ল্যাম্ব |
অনুবাদকঃ | যায়নুদ্দিন সানী |
প্রকাশনীঃ | দিব্য প্রকাশ |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল(PDF) |
ক্যাটাগরিঃ | ইতিহাস বিষয়ক বই PDF |
Also Read: ভারতে মুসলিম শাসনের ইতিহাস PDF
চেঙ্গিস খান সব মানুষের সম্রাট PDF Download
মঙ্গোলদের আক্রমণ পরিকল্পনা কোনো বিরূপ দেশ আক্রমণ করতে চেঙ্গিস খানের সেনারা একটা নির্দিষ্ট পরিকল্পনা অনুসরণ করত । আর এই পদ্ধতিতে মঙ্গোল সেনারা একের পর এক জয় পাচ্ছিল । তাদেরকে কেবল আটকাতে পেরেছিল মামলুকরা , ১২৭০ সালে যখন সিরিয়া পেরিয়ে মিসরে আক্রমণ করতে যায় , তখন ।
১। চেঙ্গিস খানের মূল কার্যালয়ে ডাকা হতো ‘ কুরুলতাই ‘ বা সাধারণ সভা । যাদের কোনো নির্দিষ্ট কাজে নিয়োজিত থাকবার অনুমতি দেয়া আছে তারা ছাড়া বাকি সব উচ্চপদস্থ সেনা কর্মকর্তাই উপস্থিত থাকতেন এই সভায় । এখানে পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা হতো আর অভিযানের পরিকল্পনা ব্যাখ্যা করা হতো । অভিযানের যাত্রাপথ নির্ধারণ করা হতো , বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সেনাবিভাগকে নির্বাচন করা হতো ।
২। গুপ্তচর পাঠানো হতো আর সংবাদ সংগ্রহকারীদের প্রশ্ন করার জন্য ডেকে পাঠানো হতো ।
৩। আক্রান্ত হতে যাওয়া দেশটিকে কয়েক দিক থেকে একই সঙ্গে আক্রমণ করা হতো । একেকটি সেনাদলের দায়িত্বে থাকতেন একজন সেনাপ্রধান আর তিনি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যেতেন । তার স্বাধীনতা ছিল সেনাবাহিনীকে যেভাবে প্রয়োজন সেভাবে পরিচালনা করার , আর শত্রুসেনাকে ইচ্ছেমতো আক্রমণ করার , তবে অবশ্যই সংবাদ প্রেরকের মাধ্যমে মূল কার্যালয়ে থাকা খান বা অর খানের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ রাখতে হতো ।
৪। কোনো বড় সমৃদ্ধশালী শহরে আলাদা একদল পর্যবেক্ষক সেনাকে মোতায়েন রাখা হতো আর পাশের জেলায় আক্রমণ চালানো হতো । যদি আক্রমণ দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা থাকত , তবে কাছাকাছি দেশে বসানো হতো ঘাঁটি । আর সেখান থেকে সরবরাহের ব্যবস্থা করা হতো । খুব কমই এমন হতো যে , মঙ্গোলরা খুব শক্ত কোনো শহরকে কেবল দেখেছে ; বেশিরভাগ ক্ষেত্রে তাদের ইচ্ছে থাকতো আক্রমণ করার । এমন পরিস্থিতিতে যুদ্ধবন্দিসহ এক অথবা দুই দল সেনা অবরোধের সরঞ্জামসহ সেখানে থেকে যেত আর মূল সেনাদল এগিয়ে যেত ।
চেঙ্গিস খানের জীবনী pdf download
যখন মঙ্গোলরা ময়দানে খুব ভয়ঙ্কর সেনাবাহিনীর দেখা পেত , তখন দুটি রাস্তার একটা বেছে নিত । যদি সম্ভব হতো , তবে দিনে এবং রাতে , খুব দ্রুত এগিয়ে শত্রুসেনাকে তারা ভড়কে দিত— দুটি কিংবা তার চেয়ে বেশি সেনাদল নির্দিষ্ট একটি যুদ্ধক্ষেত্রে , নির্দিষ্ট সময়ে তীব্র আক্রমণ চালাত । যেমনটা করেছিল ১২৪১ – এ পেস্থের কাছে হাঙ্গেরীয় যোদ্ধাদের পরাজিত করতে । আর এভাবে সফল না হলে , খুব দ্রুত তারা শত্রুকে ঘিরে ফেলত অথবা এক প্রান্তকে ঘিরে ফেলত ।
অন্য পদ্ধতি ছিল নকল যুদ্ধ করা এবং কয়েক দিন ধরে পিছিয়ে আসা । এমন করলে শত্রু সেনারা ছড়িয়ে পড়ত কিংবা তাদের ভেতর আয়েসী ভাব চলে আসত । তখন মঙ্গোলরা নতুন ঘোড়াসহ নতুন করে আক্রমণ করত । এভাবে নেপিয়ারের কাছে তারা দারুণ শক্তিধর রাশিয়ার সেনাদের পর্যুদস্ত করেছিল ।
আরও দেখুনঃ উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস PDF
Download Now chinggis khan itihas book pdf
[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার
"ঘরে বসে আয় করুণ"
-
চেঙ্গিস খান বইটির লেখক কে?
উত্তরঃ হ্যারল্ড ল্যাম্ব, যায়নুদ্দিন সানী(অনুবাদক) ৷
-
বইটির প্রকাশনির নাম কি?
উত্তরঃ দিব্য প্রকাশ ৷