অঙ্কের জাদুকর বই লিখেছেন মোত্তাসিন পাহলভী, প্রকাশক আদর্শ, পৃষ্ঠা সংখ্যা ১৩৬ আর দাম মাত্র ৳২৫০ টাকার আশেপাশে। যারা গণিত বুঝতে ভয় পান বা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই বই সত্যিকারের সহায়ক। সহজ ভাষা, মজার উদাহরণ আর গল্পের ছলে শেখানোর ধরণ বইটিকে করে তুলেছে অনন্য — তাই এখনি অঙ্কের জাদুকর PDF বা হার্ডকপি সংগ্রহ করে পড়ুন ৷

বই বিবরণ
| বইঃ | অঙ্কের জাদুকর |
| লেখকঃ | মোঃ মোত্তাসিন পাহলভী (বুয়েটিয়ান) |
| প্রকাশনীঃ | আদর্শ |
| ফরম্যাটঃ | পিডিএফ ফাইল |
| ক্যাটাগরিঃ | Math Zone |
অঙ্কের জাদুকর বই রিভিউ
অঙ্কের জাদুকর বই – নামটা শুনেই মনে হয়, বুঝি কোনো রহস্যের গল্প! কিন্তু না, এটি এমন এক বই যেখানে অঙ্ক শিখানো হয়েছে এক মজার ছলে।
মোত্তাসিন পাহলভী স্যার এমনভাবে গণিতকে সাজিয়েছেন যে পাঠকের মনে হবে, “আরে! অঙ্ক তো এমন সহজও হতে পারে!” বইটিতে জটিল সূত্র নয়, আছে গল্পের মতো শেখা, হাসির ফাঁকে লুকানো লজিক, আর কিছু চমৎকার টিপস যা স্কুল-কলেজের পড়ুয়া শিক্ষার্থীদেরও কাজে দিবে।
যারা গণিত শুনলেই ভয় পায় বা অঙ্কে গুলিয়ে যায়, তাদের জন্য অঙ্কের জাদুকর বই উপকারে দিবে । বাংলা ভাষায় এমন সহজভাবে লেখা বই খুব কমই আছে—যেখানে শিক্ষক নয়, বন্ধুর মতো করে শেখানো হয়। তাই বইটা পড়তে পড়তে মনে হয়, আপনি কোনো ক্লাসে না, বরং এক বন্ধুর আড্ডায় বসে অঙ্ক শিখছেন।
বিশেষ করে যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছেন বা গণিত শেখার প্রতি আগ্রহ হারিয়েছেন, তাদের জন্য এই বই একদম পারফেক্ট। অনলাইনে অঙ্কের জাদুকর বই PDF আকারে সহজেই পাওয়া যায়, আর পড়ে দেখলেই বুঝবেন কেন পাঠকেরা একে “গণিত শেখার জাদুকর বই” বলে ডাকে।
মোত্তাসিন পাহলভী লেখা অঙ্কের জাদুকর বই থেকে একটু পড়ে দেখুন
ঈদের সকাল । রাফাত নতুন পোশাক পরে দাদুর ঘরে হাজির হলো । প্রতিবারের মতো দাদু রাফাতকে এবারও সালামি দিলেন । দাদু রাফাতকে ১০০০ টাকা দিয়ে বললেন , এই টাকাটা তুমি আর তোমার বড় ভাইয়া ভাগ করে নিবে । কিন্তু তোমার ভাইয়াকে তোমার চেয়ে ৫০ টাকা বেশি দিবে । রাফাত খুশি হয়ে টাকা নিয়ে নিজ ঘরে চলে গেল । ঘরে এসে রাফাত হিসাব করতে শুরু করল ।
রাফাত প্রথমেই ভাবল , ভাইয়াকে ৫৫০ টাকা দিবে এবং নিজে ৪৫০ টাকা নিবে । কিন্তু সে চিন্তা করে দেখল , এক্ষেত্রে ভাইয়া তারচেয়ে ( ৫৫০-৪৫০ ) = ১০০ টাকা বেশি পাচ্ছে । কিন্তু দাদু ভাইয়াকে ৫০ টাকা বেশি দিতে বলেছে । তাই সে আবার হিসাব করতে শুরু করল । হিসাব করতে করতে তার মাথায় একটা বুদ্ধি এল । রাফাত প্রথমেই ১০০০ টাকা থেকে ৫০ টাকা আলাদা করে রাখল । এখন অবশিষ্ট ( ১০০০ – ৫০ ) = ৯৫০ টাকা সমানভাবে ভাগ করল । ৯৫০ – কে ২ দিয়ে ভাগ করলে হয় ( ৯৫০ + ২ ) = ৪৭৫ ।
রাফাত চিন্তা করল , এই ৪৭৫ টাকা দুই ভাই ভাগ করে নিবে । এরপর যে ৫০ টাকা রেখে দিয়েছিল , তা তার ভাইকে দিবে । তাহলে রাফাতের ভাই পাবে ( ৪৭৫ + ৫০ ) = ৫২৫ টাকা । ৫২৫ টাকা নিয়ে রাফাত তার ভাইকে দিল । রাফাত কিভাবে হিসেব করেছে , তা তার ভাইকে বলল । রাফাতের ভাই অনেক খুশি হলো । রাফাতের ভাইয়া রাফাতকে বলল , তুমি যেভাবে হিসেব করলে , এভাবে অনেক অঙ্কের সমাধান করা যায় । রাফাতের ভাই রাফাতকে বলল , এই ঈদের দিনে কি তুমি , এই ধরনের আর একটি অঙ্ক শিখতে চাও । রাফাতের গণিতের প্রতি অসম্ভব রকমের ভালোবাসা ছিল ।
তাই সে বলল , অবশ্যই শিখব । রাফাতের ভাই বলল , তাহলে শোনো । মনে করো তোমাকে কেউ প্রশ্ন করল দুইটি সংখ্যার যোগফল ২০০। একটি সংখ্যা অপর সংখ্যার চেয়ে ২০ বেশি । সংখ্যা দুটি কী কী ? এক্ষেত্রেও তুমি ২০০ থেকে ২০ আলাদা ( বিয়োগ ) করবা । অবশিষ্ট ( ২০০ – ২০ ) = ১৮০ কে দুই ভাগ করবা । ১৮০ কে ২ দিয়ে ভাগ করলে হয় ( ১৮০ + ২ ) = ৯০ । তাহলে , ছোট সংখ্যাটি হবে ৯০ এবং বড় সংখ্যাটি হবে ৯০ – এর চেয়ে ২০ বেশি অর্থাৎ ( ৯০ + ২০ ) = ১১০ । আর অংকটি করার একটি টেকনিক রয়েছে ৷ টেকনিকটি বই থেকে পেয়ে যাবেন,,
আরও পড়ুনঃ-
- গণিতের জেমস বন্ড-মোত্তাসিন পাহলভী ৷
- বেসিক টু ম্যাজিক ম্যাথ-মোত্তাসিন পাহলভী ৷
- নিবিড় গণিত-চমক হাসান ৷
অঙ্কের জাদুকর বই PDF মোত্তাসিন পাহলভী বই | Ongker Jadukor Book
[ বইটির পিডিএফ এবং হার্ডকপি ]
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার
FAQ
1. বইটির লেখক?
মোঃ মোত্তাসিন পাহলভী (বুয়েটিয়ান)
2. বইটির প্রকাশনী?
আদর্শ
3. বইটির দাম?
রকমারিতে বইটির দাম ২২৫ টাকা মাত্র ৷




