Hazrat Khadija jiboni Book pdf | হযরত খাদিজা রাঃ এর জীবনী pdf download. আসসালামু আলাইকুন, প্রিয় বন্ধুরা, আপনারা হযরত খাদিজা রাঃ এর জীবনী বই পিডিএফ খুজে থাকেন ৷ প্রত্যেক ভাই-বোনের উচিত আল্লার নবী, সাহাবি ও খলিফাদের জীবনী জানা ৷ কেননা জীবনী-আচরনে রয়েছে উত্তম দিকনির্দেশনা ৷ আপনারা এরকম ইসলামি জীবনীমূলক বই পিডিএফ পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
হযরত খাদিজা রাঃ এর জীবনী pdf download | Hazrat Khadija jiboni book pdf
হযরত খাদিজা ( রাঃ ) এর পরিচয়ঃ
উম্মুল মোমেনীন হযরত খাদীজা ( রাঃ ) ৫৫৫ খ্রিস্টাব্দে মরুময় আরব দেশের মক্কা নগরে সুবিখ্যাত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন । তাঁর পিতার নাম ছিল খুওয়াইলিদ ও মাতার নাম ফাতেমা । মাতা ফাতেমাও ছিলেন সম্ভ্রান্ত কুরাইশ বংশীয় রমণী ।
আরব দেশে তখন প্রধান দুটি গোত্র বিখ্যাত ছিল । তার মধ্যে একটির নাম আদনান ও অপরটির নাম কাহতান । আদনান ছিল একজন প্রসিদ্ধ ব্যক্তির নাম , তারই নামানুসারে তার বংশাবলিকে বলা হত আদনান বংশ । এ আদনান বংশের · দশম পুরুষের নাম ছিল ফিহির ইবনে – মালিক । তিনি সর্বসাধারণের নিকট কুরাইশ নামে পরিচিত ।
যদিও কুরাইশ বংশ বহু গোত্রে বিভক্ত ছিল , তথাপি বাইরে তাঁরা একমাত্র কুরাইশ নামেই পরিচিত ছিলেন । কুরাইশ বংশের ষষ্ঠ পুরুষের নাম ছিল কুসাই ইবনে – কিলাব । তিনি কুরাইশ বংশীয়দের মধ্যে সর্বাপেক্ষা প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন । কুসাই ইবনে – কিলাবের তিন পুত্র ছিল । যথা- আবদুল মান্নাফ , আবদুদ্দার ও আবুল ওজ্জা ।
হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ব পুরুষ এবং হযরত খাদীজা ( রাঃ ) -এর পূর্ব পুরুষ কুসাই – ইবনে কিলাব পর্যন্ত একই ছিল । কুসাই – ইবনে কিলাবের এক পুত্র আবদুল মান্নাফ হযরত রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পূর্ব পুরুষ এবং অপর পুত্র আবুল ওজ্জা হযরত খাদীজা ( রাঃ ) -এর পূর্ব পুরুষ । কুসাই – ইবনে কালিবের পুত্র ওজ্জা , ওজ্জার পুত্র আসাদ , আসাদের পুত্র খুওয়াইলিদের কন্যা খাদীজা ।
অপরপক্ষে কুসাই – ইবনে কিলাবের পুত্র আবদুল মান্নাফ , মান্নাফের পুত্র হাশেম , হাশেমের পুত্র আবদুল মোত্তালিব , আবদুল মোত্তালিবের পুত্র আবদুল্লাহ , আবদুল্লাহর পুত্র হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম । হযরত খাদীজা ( রাঃ ) -এর মাতার নাম ফাতেমা । ফাতেমার পিতার নাম জায়েদ ।
তিনি হযরত রাসূলে আকরামের ঊর্ধ্বতন দশম পুরুষ গালিবের বংশধর । কাজেই পিতা ও মাতা উভয়ের দিক দিয়েই খাদীজা ( রাঃ ) ছিলেন কুরাইশ বংশীয়া । আর তৎকালে কুরাইশ বংশীয়গণই ছিলেন আরবের সর্বাপেক্ষা সম্ভ্রান্ত , সকল গোত্রের কর্তৃত্ব এরাই করতেন ।
Hazrat Khadija radi allahu anhu jiboni Book Pdf
ইসলামের ইতিহাসে খাদিজা রাযিয়াল্লাহু আনহা একজন প্রাণবন্ত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত । তিনি বিস্ময়কর এক জীবন অতিবাহিত করেছেন যা সকল পুরুষ ও মহিলাদের অনুপ্রেরণার উৎস । ব্যক্তি এবং সামাজিক জীবনে যারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নির্দেশ অনুযায়ী জীবন – যাপন করতে চান , তাদের পথ প্রদর্শক হিসেবে খাদিজা রাযিয়াল্লাহু আনহা একজন আদর্শ মডেল ।
যারা মৃত্যুর পরও যুগের পর যুগ মানুষের অন্তরে বেঁচে থাকতে আগ্রহী , তিনি তাদের জন্য সম্ভাব্য পথ দেখিয়ে গেছেন । বয়সের কারণে দৈহিক দুর্বলতা ও সীমাবদ্ধতার মধ্যেও তিনি মহিলা হিসেবে এমন সব গৌরবময় প্রাপ্তিতে মহিমান্বিত ছিলেন যা সকল যুগের সব মহিলাদের জন্যও এক অনুপম দৃষ্টান্ত ।
- বইঃ খাদিজা (রাঃ) সম্পর্কে ১৫০ টি শিক্ষণীয় ঘটনা
- লেখকঃ মুস্তফা মুহাম্মদ আবুল মা’আতী
- প্রকাশনীঃ পিস পাবলিকেশন-ঢাকা
- ফরম্যাটঃ পিডিএফ ফাইল(PDF)
- ক্যাটাগরিঃ নবি-রাসুল, সাহাবা, তাবেই ও অলি-আওলিয়া বই PDF
(বইটির পিডিএফ নিচে দেখুন)
হযরত খাদিজা রাঃ এর জীবনী pdf | Hazrat Khadija jiboni book
- বইঃ হযরত খাদিজাতুল কোবরা রাদিয়াল্লাহু আনহা
- অনুবাদকঃ অধ্যাপক এ . এম . মোহাম্মদ মোসলেম
- প্রকাশনীঃ আধুনিক প্রকাশনী ঢাকা
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার
"ঘরে বসে আয় করুণ"
আরও ডাউনলোড করুনঃ হযরত আলী রাঃ এর জীবনী PDF
হযরত খাদিজা রাঃ এর প্রথম স্বামীর নাম কি?
উত্তরঃ হযরত খাদিজা রাঃ এর প্রথম স্বামীর নাম আতিক ইবনে আয়েজ।
হযরত খাদিজা রাঃ এর উপাধি কি ছিল?
উত্তরঃ হযরত খাদিজা রাঃ এর উপাধিগুলোর মধ্যে রয়েছে মুবারাকাহ, তাহেরাহ, কুবরা।