মধ্যযুগের ভারতের ইতিহাস pdf download | modyojhuger varoter itihas book pdf

4.7/5 - (3 votes)

মধ্যযুগের ভারতের ইতিহাস pdf download | modyojhuger varoter itihas book pdf. প্রিয় ভিউয়ার, মধ্যযুগের ভারতের ইতিহাস সম্পর্কে অনেকেই জানতে চান ৷ এই সম্পর্কে আমাদের বলে থাকেন কিংবা অনলাইনে খুজে থাকেন ৷ অনলাইন থেকে সংগ্রহ করে, আমি আজকে আপনাদের মধ্যযুগের ভারত নিয়ে লিখা একটি বইয়ের পিডিএফ দিয়েছি ৷ আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ ৷

মধ্যযুগের ভারতের ইতিহাস pdf download | modyojhuger varoter itihas book pdf

মধ্যযুগের ভারতের ইতিহাস pdf download

পশ্চিম ও মধ্য এশিয়া ভৌগোলিক দিক দিয়ে পর্বতের বাধা অতিক্রম করে ভারতের সাথে যুক্ত যা ভারতকে পশ্চিম ও মধ্য এশিয়া থেকে আলাদা করলেও উত্তরে হিমালয়ের মতো দুর্লঙ্ঘ বাধার সৃষ্টি করেনি । পশ্চিমে যাযাবর ও আধা যাযাবর হাতিদল – সমূহ এই সকল গিরিপথ দিয়ে নিরন্তর ভারতে প্রবেশের প্রয়াস চালিয়েছে ।

পাঞ্জাব থেকে পূর্ব সীমান্তের বাংলা পর্যন্ত বিস্তৃত উর্বর , সুসিক্ত সমতলভূমি , এর সম্পদ ও সমৃদ্ধশালী নগর ও বন্দর এবং এর পরিশ্রমী কৃষক ও দক্ষ কারিগরদের দ্বারা সৃষ্ট অকল্পনীয় সম্পদ ও অভিজ্ঞ ব্যবসায়ী ও ধনবান / ধনাঢ্য ব্যক্তিদের আকর্ষণের বিষয় ছিল ।

ইসলামের উত্থান , পশ্চিম এশিয়া ও ইরানে এর বিজয় অভিযান এবং খুরাসান ও মধ্য এশিয়ার , বিশেষ করে মাউর – উইন – নাহার বা ট্রান্স আবিশিয়ানার উর্বর এলাকা যথা আমিভ ( অক্ষু ) ও সির নদীর মধ্যবর্তী অঞ্চলে , তুর্কিদের ধীর অগ্রগতি , ক্রমান্বয়ে ওই এলাকায় ভারতের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রভাবকে সংকুচিত করে , যা ছিল ব্যাপকভাবে বৌদ্ধধর্মাবলম্বী ।

Also Link: ভারতে মুসলিম শাসনের ইতিহাস PDF

মধ্যযুগের ভারত pdf download

এটা চীন ও পশ্চিম এশিয়ার সাথে ভারতের অন্তর্দেশীয় ব্যবসাকে বিরাটভাবে ক্ষতিগ্রস্ত করেছিল । যাই হোক আরবীয় সমুদ্র – ব্যাপারীদের উত্থানের ফলে এই প্রবণতা হ্রাস পায় । এবং এর ফলে পশ্চিম এশিয়া ও দক্ষিণ – পূর্ব এশিয়া উভয় দেশের সাথে ভারতের সমুদ্রিক বাণিজ্য শুধু পুনরুত্থানই হয়নি , তাকে শক্তিশালীও করেছে ।

তবে একথা বিশ্বাস করার কোনো কারণ নেই যে সমুদ্র – বাণিজ্যের ফলে ভারতীয় ব্যবসাদাররা উচ্ছেদ হয়ে যায় । কিন্তু এই ধারণা প্রচলিত যে লবণাক্ত সমুদ্রের অথবা তার পরবর্তী এলাকায় , যেখানে মুঞ্জ ঘাস জন্মায় , সেই অঞ্চল দিয়ে যাত্রা করলে তার জাত যাবে , শুধু তাই নয় তাকে দূরে সরিয়েও রাখা হবে ।

এই সাক্ষ্যপ্রমাণও আছে যে পারস্য উপসাগর ও তার পরবর্তী এলাকায় ভারতীয় ব্যবসায়ীরা বসবাস করত এবং ভারতীয় বৈদ্য ও কারুশিল্পীদের বাগদাদে আব্বাসীয় খলিফাদের দরবারে কদর ছিল । এই সাক্ষ্যও আছে যে আরবীয় ব্যবসাদাররা মালাবার উপকূলে বসতি স্থাপন করে । পশ্চিম ভারতের মালব ও দক্ষিণ ভারতের কিছু অংশে শক্তিশালী রাষ্ট্রকূট শাসকেরা আধিপত্য স্থাপন করে , তারা আরবীয় ব্যবসাদারদের সংবর্ধনা জানায় এবং উপাসনার জন্য মসজিদ নির্মাণের অনুমতি দেয় ।

Download Now modyojhuger varoter itihas book pdf

[ বইটির পিডিএফ লিংক নিচে ]

  1. মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে?

    উত্তরঃ ভারতচন্দ্র ৷

  2. মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে?

    উত্তরঃ সেন্ট টমাস একুইনামকে ৷

Last updated: