মুঘল সাম্রাজ্যের ইতিহাস pdf download | Mughal history in bengali book pdf

4.6/5 - (23 votes)

মুঘল সাম্রাজ্যের ইতিহাস pdf download | Mughal history in bengali book pdf. মুঘল সাম্রাজ্যের ইতিহাস বইটির লেখক আহমদ মতিউর রহমান এবং দি রয়েল পাবলিশার্স কর্তৃক প্রকাশিত ইতিহাস বিষয়ক বই ৷ আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

মুঘল সাম্রাজ্যের ইতিহাস pdf download

বইয়ের বিবরণঃ মোগল সাম্রাজ্যের ইতিহাস

বইঃমোগল সাম্রাজ্যের ইতিহাস
লেখকঃআহমদ মতিউর রহমান
প্রকাশনীঃদি রয়েল পাবলিশার্স
ফরম্যাটঃপিডিএফ ফাইল(PDF)
ক্যাটাগরিঃইতিহাস বিষয়ক বই PDF

আরও দেখুনঃ পাশ্চাত্য দর্শনের ইতিহাস PDF

মোগল সাম্রাজ্যের ইতিহাস বই pdf download

ভারতবর্ষে মোগল শাসনের সূচনা

ভারতবর্ষে মোগল শাসনের সূচনা নিয়ে ইতিহাসে তেমন মতভেদ নেই । জহিরউদ্দিন মুহম্মদ বাবর এর সূচনা করেন । তবে সম্রাট শাহজাহানের যুগে মোগল রাজত্ব , বিশেষ করে সেই সময়ের কিছু কাজ যেমন স্থাপত্য শিল্প এক স্বর্ণযুগে প্রবেশ করে । তিনি অনেক স্মৃতিসৌধ , মসজিদ , দুর্গ নির্মাণ করেন যার মধ্যে রয়েছে আগ্রার তাজমহল , মোতি মসজিদ , লালকেল্লা , দিল্লি জামে মসজিদ ।

বাদশাহ আওরঙ্গজেবের শাসনামলে মোগল সাম্রাজ্যের সীমানা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় । আওরঙ্গজেবের সময় দক্ষিণ ভারত জয়ের মাধ্যমে ৩.২ মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল মোগল সাম্রাজ্যের অন্তর্গত হয় । এসময় সাম্রাজ্যের জনসংখ্যা ছিল ১৫০ মিলিয়নের বেশি যা ছিল তৎকালীন পৃথিবীর জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ ।

বর্তমানে যেভাবে জিডিপি বা গ্রোস ডমেস্টিক প্রডাক্ট হিসেবে করা তা ধরলে সেই সময়ে জিডিপি ছিল ৯০ বিলিয়ন ডলারের বেশি । এরপর থেকে কোনো এক পর্যায়ে শিবাজীর নেতৃত্বে মারাঠাদের আক্রমণের ফলে সাম্রাজ্যের অবনতি শুরু হয় । ১৮ শ শতাব্দীর মধ্যভাগ নাগাদ মারাঠারা মোগল সেনাবাহিনীর বিপক্ষে সফলতা লাভ করে এবং দক্ষিণাত্য থেকে বাংলা পর্যন্ত বেশ কিছু মোগল শাসিত প্রদেশে বিজয়ী হয় ।

আরও পড়ুনঃ ভারতে মুসলিম শাসনের ইতিহাস PDF

সাম্রাজ্যের প্রশাসনিক ও অর্থনৈতিক প্রক্রিয়ার দুর্বলতার কারণে অভ্যন্তরীণ অসন্তোষ সৃষ্টি হয় যার ফলে বিভিন্ন প্রদেশ কার্যত স্বাধীন হয়ে পড়ে । ১৭৩৯ সালে কারণালের যুদ্ধে নাদির শাহের বাহিনীর কাছে মোগলরা পরাজি হয় । এসময় দিল্লি লুণ্ঠিত হয় । পরের শতাব্দীতে মোগল শক্তি ক্রমান্বয় সীমিত হয়ে পড়ে এবং শেষ মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের কর্তৃত্ব শুধু শাহজাহানাবাদ শহরে সীমাবদ্ধ হয়ে পড়ে ।

সিপাহী বিদ্রোহের সমর্থনে তিনি একটি ফরমান জারি করেছিলেন । সিপাহী বিদ্রোহ ব্যর্থ হলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিরুদ্ধে রাজদ্রোহীতার অভিযোগ এনে তাকে কারাবন্দী করে । শেষে তিনি বার্মার ( বর্তমান মায়ানমার ) রেঙ্গুনে নির্বাসিত হন এবং সেখানেই মারা যান । আরও পরে ইংরেজরা বাণিজ্য করার নামে মাদ্রাজ ও পরে কলকাতায় প্রবেশ করে ।

বাংলায় নবাব সিরাজউদ্দৌলা ও হায়দ্রাবাদে টিপু সুলতানের পতন বা পরাজয়ের পর ভারতবর্ষ ধীরে ধীরে কব্জা করে বৃটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি । পরে বৃটিশ শাসকদের হাতে ন্যস্ত হয় রাজ্য শাসনভার । যা ১৯০ বছর স্থায়ী হয় । এই সময়টা ছিল ভারতের স্থানীয় জনগণের জন্য দুর্ভাগের একটি কাল ।

Also Link: ইংরেজি সাহিত্যের ইতিহাস PDF

[ শিক্ষার্থীদের জন্য কিছু গুরুত্ত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন ]

  • প্রশ্নঃ কোন যুদ্ধের মাধ্যমে ভারতবর্ষে মোঘল শাসনামল প্রতিষ্ঠিত হয় ? উঃ পানি পথের প্রথম যুদ্ধের মাধ্যমে ।
  • প্রশ্ন : পানি পথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয় ? উঃ ১৫২৬ সালে । ( উল্লেখ্য যে , পানি পথে মোট ৩ টি যুদ্ধ হয়েছিল- ১৫২৬ , ১৫৫৬ ও ১৭৬১ খ্রিস্টাব্দে )
  • প্রশ্নঃ পানি পথের প্রথম যুদ্ধ কার মধ্যে সংঘটিত হয় ? উঃ ইব্রাহিম লোদী ও সম্রাট বাবরের মধ্যে ।
  • প্রশ্ন : মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ? উঃ জহিরউদ্দীন মুহাম্মদ বাবর ।
  • প্রশ্ন : মুঘল সম্রাটদের মধ্যে প্রথম কে আত্মজীবনী লিখেন ? উঃ সম্রাট বাবর ।
  • প্রশ্ন : সম্রাট বাবরের আত্মজীবনীর নাম কী ? উঃ ‘ তুজুক – ই – বাবর ’ বা ‘ বাবরনামা ‘ ।
  • প্রশ্ন : ভারতবর্ষে জন্মগ্রহণকারী প্রথম মোঘল সম্রাট কে ? উঃ সম্রাট আকবর ।
  • প্রশ্নঃ কোন যুদ্ধের ফলে বাংলাদেশ / বাংলা মুঘল সাম্রাজ্যের অন্ত ভুক্ত হয় ? উঃ রাজমহলের যুদ্ধের মাধ্যমে । ( নোট : কিন্তু ভারববর্ষ মোঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় পানি পথের প্রথম যুদ্ধের মাধ্যমে )
  • প্রশ্নঃ রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় কবে ? উঃ ১৫৭৬ খ্রিস্টাব্দে ।
  • প্রশ্ন : কার কার মধ্যে রাজমহলের যুদ্ধ সংঘটিত হয় কবে ? উ : মুঘল সাম্রাজ্যের সম্রাট আকবর ও বাংলা সালতানাতের দাউদ খান কররানী ।
  • প্রশ্ন : কোন যুদ্ধের মাধ্যমে বাংলা সালতানাতের পতন ঘটে ? উঃ রাজমহলের যুদ্ধ ।
  • প্রশ্ন : বাংলায় মোঘল শাসনের প্রতিষ্ঠাতা কে ? উঃ সম্রাট আকবর ( নোট : ভারতবর্ষে মোঘল শাসনের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর ) ।
  • প্রশ্ন : উপমহাদেশে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় কোন আমলে ? উঃ মুঘল আমলে । ( নোট : বিশ্বে প্রথম ব্যাংকিং ব্যবস্থা চালু হয় ইতালিতে )
  • প্রশ্নঃ লালবাগে পরিবিবির সমাধিসৌধ কে তৈরি করেন ? উঃ শায়েস্তা খান ।
  • প্রশ্ন : পরীবিবি কে ছিলেন ? উঃ নবাব শায়েস্তা খানের কন্যা ।
  • প্রশ্ন : পরীবিবির আসল নাম কী ? উঃ ইরান দুখত ।
  • প্রশ্ন : শায়েস্তা খান কোন সালে সুবেদার হয়ে বাংলায় আসেন ? উঃ ১৬৬৪ সালে ।

Download Now Mughal history in bengali book pdf

মুঘল সাম্রাজ্যের ইতিহাস pdf download | Mughal history in bengali book pdf

[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]

  1. মোগল সাম্রাজ্যের ইতিহাস বইটির লেখক কে?

    উত্তরঃ আহমদ মতিউর রহমান ৷

  2. বইটির প্রকাশনির নাম কি?

    উত্তরঃ দি রয়েল পাবলিশার্স

Last updated: