ইসলামের যুদ্ধের ইতিহাস pdf download | Islamer itihase juddho book pdf. ইসলামের ইতিহাসে যুদ্ধ বইটির লেখক সাদিক ফারহান (Sadiq Farhan) এবং মাকতাবাতুল আসলাফ (Maktabatul Aslaf) কর্তৃক প্রকাশিত ইতিহাস বিষয়ক বই ৷ আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
ইসলামের যুদ্ধের ইতিহাস pdf download
বইয়ের বিবরণঃ ইসলামের ইতিহাসে যুদ্ধ
বইঃ | ইসলামের ইতিহাসে যুদ্ধ |
লেখকঃ | সাদিক ফারহান |
প্রকাশনীঃ | মাকতাবাতুল আসলাফ |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল(PDF) |
ক্যাটাগরিঃ | ইতিহাস বিষয়ক বই PDF |
ইসলামের যুদ্ধের ইতিহাস বই pdf download
সামরিক বুদ্ধিমত্তা
মিযার অঞ্চলে পৌঁছেই দিগ্বিজয়ী মুসলিম সেনাপতি খালিদ ইবনুল ওয়ালিদ প্রতিপক্ষের সেনাবাহিনীতে অনুসন্ধানী দৃষ্টি দেন । দীর্ঘ সামরিক অভিজ্ঞতা এবং সুক্ষ্ম বুদ্ধিমত্তা খাটিয়ে তিনি অনুধাবন করে নেন , শত্রুপক্ষের সেনাদের হৃদয় ভরে আছে মুসলিম বাহিনীর ভয় । কারণ , ঘাড় কাত করেই তিনি দেখতে পান ফোরাতের পাড়ে যাত্রার জন্য প্রস্তুত হয়ে নোঙর করে আছে বড় বড় নৌ জাহাজ ।
এটা দেখে তিনি মুসলিম বাহিনীর দিকে ঘুরে তাদেরকে যুদ্ধে ধৈর্য ধারণ করার এবং অবিচল থাকার নির্দেশ দেন । বলেন , পেছনে ফেরা ছাড়াই যেন সবাই সামনে অগ্রসর হয় ! পারসিকদের সেনাসংখ্যা ছিল প্রায় ৮০ হাজার । এদিকে মুসলমানদের সেনা ছিল মাত্র ১৮ হাজার । তবে দুপক্ষের শক্তির মূল পরিমাপক ছিল দক্ষ ঘোড়সওয়ারের আনুপাতিক হার । প্রথমেই ময়দানে বেরিয়ে এল পারস্যের সেনাপতি কারিন । সে ছিল দক্ষ ও সাহসী যোদ্ধা ।
ময়দানে পা রেখেই মুখোমুখি মোকাবেলার জন্য কোনো মুসলমানকে বের হয়ে আসতে আহ্বান করল কারিন । তার ডাকে সাড়া দিয়ে একসাথে ময়দানে নেমে এলেন দুজন , সেনাপতি খালিদ এবং অখ্যাত এক আরব বেদুইন । ইতিহাসে যার নাম লেখা হয় মাকিল ইবনু আল – আশা , যার উপাধি ছিল ‘ শুভ্র অশ্বারোহী ’ ।
বেদুইন এই সাহসী সেনা খালিদ ইবনুল ওয়ালিদকে পেছনে ফেলে ময়দানে বেরিয়ে যায় আগে । বাজপাখির মতো সে কারিনের উপর হামলে পড়ে এবং চোখের পলকেই তাকে হত্যা করে ফেলে । এরপর পারস্যের বাহিনী থেকে একসাথে কয়েকজন সাহসী যোদ্ধা এবং নেতাগোছের সেনারা বেরিয়ে আসে ময়দানে ।
পড়ুনঃ বদর যুদ্ধের ইতিহাস PDF
ইসলামের ইতিহাসে যুদ্ধ বই pdf download
মুসলমানদের মধ্য থেকে আসেম ইবনু আমর মোকাবেলা করেন পারস্য সেনাপতি আনোশজানের , মুহূর্তেই তিনি তাকে ওপারে পৌঁছে দেন । এরপর সাহাবি আদি ইবনু হাতিম রাদিয়াল্লাহু আনহু বের হন প্রতিপক্ষের সেনাপতি কাভাডের বিরুদ্ধে , কয়েক মিনিটে তাকেও তিনি পরপারের টিকেট ধরিয়ে দেন । এভাবে পারস্য সেনারা নেতা ও নেতৃত্বহীন হয়ে পড়ে ।
এটা খুবই স্বাভাবিক ছিল যে , নেতাদের কল্লা পড়ে যাবার পর পারস্যের সাধারণ সেনারা দ্রুত ময়দান ত্যাগ করবে ; তাদের সামরিক বন্ধন শিথিল হয়ে যাবে । কিন্তু তাদের ভেতরে মুসলমানদের জন্য জমে ছিল প্রচণ্ড ক্ষোভ ও ক্রোধ । পুষে রাখা সেই ঘৃণা ও ক্রোধের বশবর্তী হয়ে তারা মরণপণ যুদ্ধে অবতীর্ণ হলো ।
নিজেদের সর্বোচ্চ দিয়ে তারা মুসলিম বাহিনীকে নিবৃত্ত করতে চেষ্টা করল , কিন্তু শেষপর্যন্ত মুসলমানদের ধ্বংসাত্মক আক্রমণে তারা পদপিষ্ট হয়ে গেল । মুসলিম বাহিনীর পদ চুম্বন করল স্পষ্ট বিজয় । তারা গুরুত্বপূর্ণ শহর আবলেহ দখল করে নিল । যার ফলে ইরাকের দক্ষিণাঞ্চলের ক্ষমতা চলে এল মুসলমানদের হাতে ।
তেমনি সাগর উপকূলের অধিকাংশ জরুরি বন্দর এলাকার নিয়ন্ত্রণ চলে এল খিলাফতের নিয়ন্ত্রণে । তবে এ বিজয় ইরাকের মাটিতে পারস্যের সাথে মুসলমানদের ভয়ঙ্কর কিছু যুদ্ধের দ্বার খুলে দিল । যে যুদ্ধগুলোর সবকটিতেই বিজয় সঙ্গী হয়েছে মুসলমানদের এবং এতদাঞ্চলে অগ্নিপূজারি শয়তানদের রাজত্বের যবনিকাপাত ঘটেছে ।
Download Now Islamer itihase juddho book pdf
[ বইটির হার্ডকপি এবং পিডিএফ লিংক ]
Join Telegram Channels
ফ্রি পিডিএফ বইয়ের সমাহার
"ঘরে বসে আয় করুণ"
-
ইসলামের ইতিহাসে যুদ্ধ বইটির লেখক কে?
উত্তরঃ সাদিক ফারহান ৷
-
বইটির প্রকাশনির নাম কি?
উত্তরঃ মাকতাবাতুল আসলাফ ৷