12+ জান্নাত ও জাহান্নাম বই pdf download | jannat-jahannam book pdf

5/5 - (10 votes)

jannat o jahannam bangla book pdf download from Pdfporo.

জান্নাত ও জাহান্নাম বই pdf download

jannat o jahannam book pdf download

1. জান্নাতের বর্ণনা বই PDF

লেখকঃ মাওলানা মুহাম্মদ ইকবাল কীলানী

মহান স্রষ্টার কিছু কিছু সৃষ্টি আমাদের দৃষ্টিগোচর হয় কিন্তু মনব দৃষ্টির বাহিরেও তাঁর আরো অগণিত অসংখ্য সৃষ্টি রয়েছে । ঐ সমস্ত সৃষ্টির প্রতিও মুমেনদের ঈমান রাখতে হয় । আর বর্তমানে অদৃশ্য সৃষ্টি সমূহের অন্যতম একটি সৃষ্টি হল জান্নাত , যা পরকালে মহান আল্লাহ্ তাঁর দয়ায় মুমেন বান্দাদেরকে দান করবেন । সে জান্নাত কি তার বাস্তবতা সম্পর্কে জানাতো দূরের কথা বরং পৃথিবীতে তার কল্পনাও অসম্ভব ।

তদপরি কোর’আন ও হাদীসে এ কল্পনাতীত সৃষ্টি সম্পর্কে যা কিছু বর্ণিত হয়েছে , তার কিছু সারমর্ম উর্দূভাষী সুলেখক জনাব ইকবাল কীলানী সাহেব তার লিখিত “ জান্নাত কা বায়ান ” নামক গ্রন্থে সু বিন্নস্ত করেছেন । বর্ণনাতীত শান্তির ও কল্পনাতীত আরামের আবাসালয় জান্নাত সম্পর্কে ঈমান আনার সাথে সাথে কোর’আন ও হাদীসে এ ব্যাপারে যা কিছু বর্ণিত হয়েছে , তা জেনে তা লাভের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা ও প্রয়োজন ।

Also Link: চোখে দেখা কবরের আযাব PDF

2. জাহান্নামের বর্ণনা বই PDF Download

লেখকঃ মাওলানা মুহাম্মদ ইকবাল কীলানী

পৃথিবীর কোন শাস্তিকেই জাহান্নামের শাস্তির সাথে তুলনা করা চলে না , পৃথিবীর কোন গরমকেই জাহান্নামের গরমের সাথে তুলনা করা যায় না । কোরআন ও হাদীসে জাহান্নামের কঠিন শাস্তির বিভিন্ন ধরণের কথা উল্লেখ হয়েছে , যা সালফে সালেহীনদেরকে তাদের যথেষ্ট পরিমাণ নেক আমল থাকা সত্ত্বেও তা তাদেরকে ভীত – সন্ত্রস্ত করে রাখত । ফলে তাদের আরামের ঘুম হারাম হয়ে যেত । পার্থিব আরাম তাদের নিকট তুচ্ছ মনে হত ; কিন্তু অপ্রিয় হলেও সত্য এই যে , আমরা আজ সুখের অন্বেশায় চিরস্থায়ী কঠিন শাস্তির স্থান জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর কথা ভুলতে বসেছি প্রায় ।

3. জান্নাতের হুরের বর্ণনা PDF

জান্নাত ও জাহান্নাম বিষয়ক বই pdf download

বইপিডিএফ
1. কুরআন ও সুন্নাহ আলোকে জান্নাত ও জাহান্নাম PDFLink
2. জান্নাতও জাহান্নামএর সংবাদপ্রাপ্ত নারী পুরুষগণ PDFLink
3. কুরআনের আলোকে জান্নাত ও জাহান্নাম PDFLink
4. জান্নাত-জাহান্নাম PDFLink
5. জান্নাত লাভের উপায় PDFLink
6. জান্নাতের চিত্র PDFLink
7. জান্নাতের পথ PDFLink
8. জান্নাতের পথে PDFLink
9. রাসূল সাঃ জান্নাত ও জাহান্নামের বর্ণানা দিলেন যেভাবে PDFLink
10. সহীহ সুন্নাহর আলোকে জান্নাতের বৈশিষ্ট্য PDFLink
  1. জান্নাতের স্তর কয়টি ও কি কি?

    উত্তরঃ জান্নাতের স্তর আটটি ৷
     
    আট প্রকার জান্নাতের কথাই আল-কুরআন ও সহীহ হাদীসে উল্লেখ করা হয়েছে। প্রকারগুলো হচ্ছে :
    ১/ জান্নাতুল ফিরদাউস।
    ২/ জান্নাতুন্ নায়ীম।
    ৩/ জান্নাতুল মাওয়া।
    ৪/ জান্নাতুল আদন।
    ৫/ জান্নাতু দারুস সালাম।
    ৬/ জান্নাতুদ দারুল খুলদ।
    ৭/ জান্নাতু দারুল মাকাম।
    ৮/ জান্নাতু দারুল কারার।

  2. জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ সাহাবীর নাম কি?

    উত্তরঃ
    ১/ হযরত আবূ বাকর সিদ্দীক (রা)
    ২/ হযরত উমার বিন খাত্তাব (রা)
    ৩/ হযরত উসমান বিন আফফান (রা)
    ৪/ হযরত আলী বিন আবি তালিব (রা)
    ৫/ হযরত আবূ উবাইদাহ বিন জাররাহ (রা)
    ৬/ হযরত সা’দ বিন আবি ওয়াক্কাস (রা)
    ৭/ হযরত আবদুর রহমান বিন আওফ (রা)
    ৮/ হযরত যুবাইর বিন আওম (রা)
    ৯/ হযরত তালহা বিন উবায়দুল্লাহ (রা)
    ১০/ হযরত সাঈদ বিন যায়দ (রা)।

Last updated: