আলিয়া মাদ্রাসার ইতিহাস pdf download | alia madrasa itihas book pdf. আলিয়া মাদ্রাসার ইতিহাস বইটির লেখক আবদুস সাত্তার(Abdus Sattar) এবং ইসলামিক ফাউন্ডেশন (Islamic Foundation) কর্তৃক প্রকাশিত মুসলিম ইতিহাস বিষয়ক বই ৷ আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷
আলিয়া মাদ্রাসার ইতিহাস pdf download
বইটির বিবরণঃ আলিয়া মাদ্রাসার ইতিহাস
বইঃ | আলিয়া মাদ্রাসার ইতিহাস |
লেখকঃ | আবদুস সাত্তার |
প্রকাশনীঃ | ইসলামিক ফাউন্ডেশন |
ফরম্যাটঃ | পিডিএফ ফাইল(PDF) |
ক্যাটাগরিঃ | মুসলিম ইতিহাস বই PDF |
আলিয়া মাদ্রাসার ইতিহাস বই pdf download
মহানবী ( সা ) -কে প্রেরিত আল্লাহর বাণীর সর্ব প্রথম নির্দেশে শিক্ষার উপর গুরুত্ব আরোপ করা হইয়াছে । ইসলামী বিধানে শিক্ষা ও ধর্ম সংরক্ষণের প্রশ্ন সম্পূর্ণ একীভূত এবং তাহা একে অপরের সহিত গভীরভাবে সম্পৃক্ত । শিক্ষা সম্পর্কে কুরআন মজীদে বারংবার উপদেশ প্রদান করা হইয়াছে এবং ইহার মাহাত্ম্যের প্রতি লোকদেরকে বিশেষভাবে আকৃষ্ট করা হইয়াছে । ধর্ম শিক্ষার ব্যাপারে বুখারী শরীফে বলা হইয়াছে , আল্লাহ যাহার প্রতি প্রসন্ন হন তাহাকে ধর্মীয় প্রজ্ঞা অনুধাবনের ক্ষমতা প্রদান করেন ।
আবূ যর ( রা ) বর্ণিত এক হাদীসে বলা হইয়াছে , জ্ঞানীগুণীদের সমাবেশে অবস্থান করা এক হাজার রাকাত নামায , এক হাজার রোগীর পরিচর্যা এবং এক হাজার জানাযায় অংশগ্রহণের চাইতেও উত্তম । মহানবীর আমলে শিক্ষা ব্যবস্থা ইসলামের উন্মেষকাল হইতেই রাসূলে করিম ( সা ) শিক্ষা বিস্তারকল্পে সক্রিয় পন্থা অবলম্বন করেন । তিনি সাফা পাহাড়ের পাদদেশে ‘ দারুল আরকামে ‘ সর্ব প্রথম মাদ্রাসার পত্তন করেন । এই ক্ষাগারে রাসূল ( সা ) নিজেই শিক্ষকতা করেন ।
ইসলামের ইতিহাসে সর্বপ্রথম প্রতিষ্ঠিত এই শিক্ষায়তনের প্রথম ছাত্র ছিলেন হযরত আবূ বকর ( রা ) , হযরত ওমর ( রা ) ও অন্যান্য গণ্যমান্য সাহাবী । পরবর্তী পর্যায়ে হযরত যখন মদীনায় হিজরত করেন তখন এই শিক্ষালয়ে শিক্ষকতার দায়িত্ব অর্পণ করা হয় হযরত ইবনে উম্মে মাকতুম ও মুসআব বিন ঊমায়রের উপর ।
মদীনায় হিজরতের পর হযরত মুহাম্মদ ( সা ) ধর্ম প্রচারের ব্যাপক পরিমণ্ডলে জড়াইয়া পড়েন । সকল ব্যস্ততার মাঝেও তিনি সময় করিয়া শিক্ষা – দীক্ষার প্রসারকল্পে চেষ্টা করিতেন এবং স্থায়ীভাবে উক্ত শিক্ষালয়ে শিক্ষানবীশদের লেখাপড়া তদারকের জন্য আবদুল্লাহ বিন সাইদ ইবনুল আসকে নিয়োজিত করেন । হযরতের এই প্রচেষ্টা হইতে প্রতীয়মাণ হয় যে , যখন একমাত্র ইহুদী সম্প্রদায়ের নিজস্ব শিক্ষা ব্যবস্থা ছাড়া অন্য কোন শিক্ষার প্রচলন ছিল না , তখন মুসলমানদের আলাদা শিক্ষা ব্যবস্থা প্রবর্তনে কতখানি চেষ্টা এবং শ্রম স্বীকার করিতে হইয়াছে তাহা সহজেই অনুমেয় ।
হিজরতের দেড় বছর পর বদরের যুদ্ধ হইতে যখন ষাট – সত্তরজন অমুসলিমকে গ্রেফতার করিয়া মদীনায় আনয়ন করা হয় তখন তাহাদের ‘ ফেদিয়ার ‘ বিনিময়ে মাথাপিছু দশটি শিশুকে লেখাপড়া শিক্ষা দিবার কাজে নিয়োজিত করা হয় । কেননা এসব বন্দীর কোন রকম আর্থিক যোগ্যতা ছিল না , তবে তাহারা লেখাপড়া জানিত । হযরত উবাদাহ্ বিন সামেত ( রা ) বলেন , হযরত আমাকে সুফ্ফাতে লোকদেরকে লেখাপড়া এবং কুরআন পড়াইবার কাজে নিয়োজিত করিয়াছিলেন ।
Download Now alia madrasa itihas book pdf
-
আলিয়া মাদ্রাসার ইতিহাস গ্রন্থের লেখক কে?
উত্তরঃ আবদুস সাত্তার ৷
-
বইটির প্রকাশনির নাম কি?
উত্তরঃ ইসলামিক ফাউন্ডেশন ৷
Last updated: