ar rahikul makhtum bangla pdf | আর রাহীকুল মাখতুম pdf | বই আর রাহীকুল মাখতূম | লেখক আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) | অনুবাদক আব্দুল খালেক রহমানী, মুয়ীনু্দ্দীন আহমাদ | তাওহীদ পাবলিকেশন্স প্রকাশনী | Google drive pdf link | Page number 558.
আর রাহীকুল মাখতুম
- বইঃ আর রাহীকুল মাখতূম বা মোহরাঙ্কিত জান্নাতী সুধা ৷
- লেখকঃ আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) ৷
- অনুবাদকঃ আব্দুল খালেক রহমানী, মুয়ীনু্দ্দীন আহমাদ ৷
- সম্পাদকঃ সাইফুদ্দীন আহমেদ, অধ্যাপক মোহাম্মাদ মোজাম্মেল হক ৷
- প্রকাশনীঃ তাওহীদ পাবলিকেশন্স ৷
যারা দুনিয়া ও আখিরাতের ব্যাপারে আল্লাহ প্রদত্ত ও প্রদর্শিত পথে নিজেকে পরিচালিত করতে ইচ্ছুক তাদের জন্য রাসূলুল্লাহ (সাঃ)-এর উত্তম আদর্শ অবলম্বন ছাড়া কোন উপায়ান্তর নেই। শুধু তাই নয়, বরং তাকে অবশ্যই আন্তরিকভাবে উপলব্ধি করতে হবে যে, নাবীর (সাঃ) জীবন চরিতই হচ্ছে আল্লাহর বিধান ব্যবস্থিত সরল পথ বা সিরাতুল মুসতাকীম।
সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ও রাসূল মুহাম্মদ (সাঃ) জীবনের সর্বক্ষেত্রেই কুরআনে বর্ণিত বিধানাদি বাস্তবায়নের মাধ্যমে সিরাতুল মুস্তাকীম বা সরল পথ প্রতিষ্ঠিত করে গেছেন। নাবী (সাঃ) প্রদর্শিত এ পথে ধনী-নির্ধন, রাজা-প্রজা, পরিচালক-পরিচালিত, নর-নারী, শিশু-কিশোর, যুবক-বৃদ্ধ সকলের জন্যই হিদায়াত রয়েছে। অধিকন্তু, আরও রয়েছে রাজনীতি-শাসননীতি, সমাজনীতি, অর্থনীতি, যুদ্ধ, সন্ধি, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি ব্যাপারে সুস্পষ্ট দিক নির্দেশনা।
বর্তমানে বিশ্ব মুসলিম সম্প্রদায় আল্লাহ প্রদত্ত সেই পথ থেকে বিচ্যুত হয়ে যখন অধঃপতন ও অন্ধকারের অতল তলে হাবুডুবু খাচ্ছে তখন এটা কি তাঁদের জন্য উত্তম নয় যে তাঁরা এ ব্যাপারে সতর্ক হবেন এবং শিক্ষা-দীক্ষা, শিল্প-সাহিত্য ও তাহযীব-তামাদ্দুনসহ সমাজ-জীবনের সর্বক্ষেত্রেই নাবীর (সাঃ) জীবনের চরিতকে জীবনের ধ্রুবতারা হিসেবে রেখে অগ্রসর হবেন।
কেননা, এটা শুধু চিন্তাভাবনার বিষয়ই নয়, বরং আল্লাহর পথে প্রত্যাবর্তনের এটাই হচ্ছে একমাত্র লক্ষ্য এবং এর মধ্যেই নিহিত রয়েছে মানুষের যথার্থ কল্যাণ। অধিকন্তু এটাই হচ্ছে চরিত্র গঠনের উন্মুক্ত প্রান্তরে আল্লাহর কালাম কুরআন কারীমের ব্যাখ্যা-বিশ্লেষণের শিক্ষাগত সর্বোত্তম পন্থা। যার ফলে একজন মু’মিন বান্দা শরীয়তের অনুসারী হয়ে ওঠে এবং সমাজ-জীবন যাপনের সকল বিষয়ে আল্লাহকে একমাত্র ব্যবস্থাপক হিসেবে গ্রহণ করে।
আলোচ্য গ্রন্থ ‘আর রাহীকুল মাখতুম’ বিজ্ঞ রচিয়তা শাইখ সফিউর রহমান কর্তৃক রচিত। যথেষ্ট সময়, শ্রম এবং কায়িক ও মানসিক শক্তি ব্যবহারের বিনিময়ে রাবেতা আলমে ইসলামী কর্তৃক প্রস্তাবিত ১৩৯৬ হিজরী সনে নাবীর (সাঃ) জীবন চরিত বিষয়ক গ্রন্থ রচনা প্রতিযোগিতায় তিনি প্রথম পুরস্কার লাভের এক দুর্লভ গৌরব অর্জন করেছেন। এ সম্পর্কে রাবেতা আলমে ইসলামীর মহাসচিব মরহুম আশ শাইখ মুহাম্মদ ‘আলী আল হারকান (আল্লাহ তাঁর প্রতি অনুগ্রহ করুন এবং উত্তম বিনিময় প্রদান করুন) প্রথম ভূমিকায় বিস্তারিত বিবরণ প্রদান করেছেন।
এ গ্রন্থটি আপামর সকলের নিকট অত্যন্ত সমাদৃত হয়েছে। সকলেই অত্যন্ত প্রশংসা করেছেন এ গ্রন্থ রচিয়তার। প্রকাশিত হওয়ার পর অতি অল্প দিনের মধ্যেই প্রথম সংস্করণের দশ হাজার কপি নিঃশেষিত হয়েছে। এরপর মুহাতারাম হাসান হামাভী নিজ অনুগ্রহে আরও পাঁচ হাজার কপি ছাপানোর ব্যবস্থা করেন। আল্লাহ তাঁকে উত্তম বদলা প্রদান করুন।
মহানবী সাঃ এর জীবনী pdf download
সীরাতে রাসুল সাঃ কে নিয়ে আরও কিছু বই,,
বই | পিডিএফ |
---|---|
1. মহানবী সাঃ এর জীবনী | |
2. নবি জীবনের গল্প লেখকঃ আরিফ আজাদ | |
3. দ্য প্রফেট লেখকঃ আব্দুল্লাহ ইবনে মাহমুদ (অনুবাদক) | |
4. রাসূলের চোখে দুনিয়া লেখকঃ ইমাম আহমাদ ইবনু হাম্বাল (রঃ) | |
5. মাআল মুস্তফা লেখকঃ ড. সালমান আল আওদা |
আর রাহীকুল মাখতুম PDF Download
নবী (সাঃ) এর জীবনী নিয়ে লিখা আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.) এর বিখ্যাত গ্রন্থ আর রাহীকুল মাখতুম ৷ শায়খ সফিউর রহমান মুবারকপুরী (১৯৪৩-২০০৬) এর পুরো নাম সফিউর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ আকবর ইবনে মুহাম্মাদ আলী ইবনে আব্দুল মুমিন মুবারকপুরী আযমী। তিনি একজন স্বনামধন্য ইসলামিক লেখক এবং ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস। তার লেখা রাসূল সা.-এর জীবনী গ্রন্থ ‘আর-রাহীকুল মাখতুম’ সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং বহু ভাষায় অনুদিত একটি বই। সকল মুসলিম ভাই-বোনের উচিত নবী(সাঃ) জীবনী নিয়ে লেখা এই বইটি পড়া ৷
বইটির হার্ডকপি বাংলাদেশের বিভিন্ন লাইব্রেরিতে পেয়ে যাবেন অথবা বর্তমানে অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট থেকে বইটির হার্ডকপি অর্ডার করতে পারেন সহজে ৷ বইটির হার্ডকপি সংগ্রহ করে পড়ুন এবং নবী (সাঃ) এর জীবনী সম্পর্কে ৷
অনেক মুসলিম ভাই-বোন আছেন, যারা অনলাইনে আর রাহীকুল মাখতুম বইটির পিডিএফ খুজে থাকেন ৷ বইটির সঠিক পিডিএফ লিংক খুজে না পাওয়ার কারণে এই গুরুত্ত্বপূর্ণ বইটি পড়া হয় না এবং জানা হয় না নবী (সাঃ) এর জীবনী সম্পর্কে ৷ তাই সামর্থহীন ভাই-বোনদের জন্য অনলাইনে খুজে পাওয়া আর রাহীকুল মাখতুম PDF লিংকটি এখানে শেয়ার করা হলো ৷ আপনারা নিচে ডাউনলোড বাটনে ক্লিক করে অনলাইনে পড়তে এবং ডাউনলোড করতে পারেন ৷ আর ভালো লাগনে অবশ্যই বইটির হার্ডকপি সংগ্রহ করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ৷
Download Now ar rahikul makhtum bangla pdf
হাতে সময় থাকলে আরেকটু পড়ুনঃ
শিশুনবী আমেনা মায়ের কোলে । হাত – পা নেড়ে নেড়ে খেলছেন । পড়শিরা একে একে আসতে লাগল । আমেনার কোলে নাকি চাঁদ এসেছে । তার উপর আবদুল মোত্তালিবের নাতি বলে কথা । পুরো কোরাইশ গোত্রে তাঁর মতো প্রভাবশালী আর কে আছে? অপরদিকে বাবা আবদুল্লাহ ইন্তেকাল করেছে মাত্র ক’মাস হলো । তিনি ছেলের মুখটাও দেখে যেতে পারেননি । বেঁচে থাকলে নির্ঘাত এ খবর সারা মক্কায় ছড়িয়ে বেড়াতেন । সব মিলিয়ে শিশু মুহাম্মদকে একনজর দেখার জন্যে মক্কার বিভিন্ন প্রান্ত থেকে লোকজন বাবা আবদুল্লাহর বাড়িতে ভিড় জমাতে লাগল ।
দাদা আবদুল মোত্তালিব দুধ – মাতা খুঁজে ক্লান্ত । আরবে দুধ – মাতার প্রথা বহুদিনের । শহুরে সন্তানদের পাঠানো হয় গ্রামাঞ্চলে । সেখানকার মহিলারা নবজাতকদের দুধপান করান । বিনিময়ে পান অর্থকড়ি । তা দিয়ে চলে সংসার । দুর্ভিক্ষের দিন । মক্কার পূর্বে তায়েফ অঞ্চল । সেখান থেকে নবজাতকের সন্ধানে এলো একদল মহিলা । সবার ভাগ্যে নবজাতক জুটলেও একজনের জুটেনি । তিনি সা’দ গোত্রের হালিমাতুস সাদিয়া । তাঁর জন্য পড়ে আছে এক এতিম শিশু ; যাঁকে নিতে ইতোমধ্যে সবাই অস্বীকৃতি জানিয়েছে । অবস্থা কবিগুরু রবীন্দ্রনাথের ‘ খ্যাপা সন্ন্যাসী’র মতো । খ্যাপা হাতে শিকল নিয়ে পরশপাথর খুঁজে বেড়ায় । খুঁজতে খুঁজতে বৃদ্ধ হয় , ত্বক ফ্যাকাশে হয় , পরশপাথর পাওয়া হয়ে ওঠে না ।
একদিন লোকের প্রশ্ন শুনে চমকে ওঠে । এ কী খ্যাপা , তোমার হাতে স্বর্ণের শিকল এলো কোথা থেকে ? খ্যাপা তো অবাক ! স্বর্ণ হলো কী করে ? হায়রে খ্যাপা , কোথায় , কখন যে এ শিকল পরশপাথরে লেগে স্বর্ণ হয়ে গেছে , সে নিজেই বুঝতে পারেনি ! কারণ , সে পরশপাথর খুঁজে মরেছে ঠিকই , আদতে পরশপাথর কীরূপ তা তার জানা ছিল না । খারাপ হলেও হালিমার ভাগ্য সুপ্রসন্ন । না – চিনে ফেলে আসা পরশপাথর পুনরায় কুড়িয়ে পেল ।
স্বামীর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয় – এতিম শিশুটিকেই নেবে । মা আমেনা তাঁর দুলালকে মা হালিমার হাতে সোপর্দ করতে করতে বলেন— “ যেমন – তেমন ভেবো না , এ ছেলে গর্ভে থাকতে আমি কখনো গর্ভানুভূতিই পাইনি । গর্ভাবস্থায় যে – সব স্বপ্ন আমাকে দেখানো হয়েছে , তা শুনলে অবাক না হয়ে পারবে না ।