হযরত মুসা আঃ এর জীবনী pdf download | Hazrat Musa jiboni book

4.6/5 - (48 votes)

হযরত মুসা আঃ এর জীবনী pdf download | hazrat musa jiboni book pdf. হযরত মুসা আলাইস সালাম বইটির লেখক মুফতী মনসূরুল হক (Mufti Mansoorul Haque) এবং মাকতাবাতুল মানসূর (Maktabatul Mansoor) কর্তৃক প্রকাশিত ইসলামি ব্যক্তিত্বের জীবনীমূলক বই ৷ বইটির পিডিএফ লিংক দেওয়া আছে, নিচ থেকে ডাউনলোড করুন ৷ প্রতিদিন বইয়ের পিডিএফ পেতে আমাদের সাথেই থাকুন ৷ ধন্যবাদ ৷

হযরত মুসা আঃ এর জীবনী pdf download

বইয়ের বিবরণঃ হযরত মুসা আঃ

বইঃহযরত মুসা ‘ আলাইহিস সালাম
লেখকঃমুফতী মনসূরুল হক
প্রকাশনীঃমাকতাবাতুল মানসূর
ফরম্যাটঃপিডিএফ ফাইল(PDF)
ক্যাটাগরিঃজীবনীমূলক বই PDF

Also Read: ভারতে মুসলিম শাসনের ইতিহাস PDF

মুসলিম উম্মাহর ইতিহাস ১-১৪ pdf download

প্রাচীনকাল থেকে মিশরের সম্রাটগণের উপাধি ছিল ফেরাউন । আমরা এখানে হযরত মূসা ( আ ) ‘ র জামানায় যে ফেরাউন ছিল তার কথা আলোচনা করতে যাচ্ছি । এই ফেরাউন মূসা ( আ ) ‘ র জন্মগ্রহণের বহু পূর্ব থেকেই মিশরে রাজত্ব করছিল । যদিও সেই পাপাত্মার কথা বলা আমাদের মূল উদ্দেশ্য নয় ; তথাপি তার কথাও প্রসঙ্গক্রমে বলতে হবে , কেননা এই পাপীষ্ঠের কথা না বললে মূসা ( আ ) ‘ র কথা অনেকটা অসম্পূর্ণ থেকে যাবে ।

তৎকালে মিশরে দু ’ সম্প্রদায়ের লোক বাস করত । তাদের মধ্যে একটি ছিল , শিক্ষিত , ভদ্র , জ্ঞানী ও ধার্মিক , তাদের বলা হত বনী ইসরাঈল এবং দ্বিতীয়টি ছিল , মূর্খ , অসভ্য , অজ্ঞান , অত্যাচারী ও পাপী । তাদের বলা হত কিবতী । মিশরে তারাই ছিল সংখ্যাগরিষ্ঠ । প্রসঙ্গত তারা বনী ইসরাঈলীদের উপর সর্বদা নানা রকম জুলুম – অত্যাচার করত ।

মুসা নবীর জীবনী pdf download

চোখ রাখুনঃ

মিশরের কিবতিগণ চিরদিনই বাদশাহর সহযোগিতা পেয়ে বনী ইসরাঈলের উপর জুলুম – অত্যাচার চালিয়ে যেত । ক্রমেই অত্যাচারের মাত্রা বেড়ে যায় । ফলে বনী ইসরাঈলরা দুর্বল হয়ে পড়ে আর কিবতিগণ ক্রমেই তাদের উপর প্রভাব বিস্তার করে তাদেরকে দাসে পরিণত করে । এই কিবতিগণকে সৎ পথে পরিচালনা করার উদ্দেশ্যে আর বনী ইসরাঈলকে কিবতিদের কবল থেকে উদ্ধার করার লক্ষ্যে মহান আল্লাহ রাব্বুল আলামীন বনী ইসরাঈল বংশে একজন নবী প্রেরণ করেন , আর তিনিই হযরত মূসা কালীমুল্লাহ ( আ ) ।

হযরত মূসা ( আ ) ‘ র জীবনীর সাথে আর একজন পুণ্যবতী মহিলার নাম ওতপ্রোতভাবে জড়িত , তাঁর নাম ‘ আসিয়া বিনতে মুযাহিম ‘ ফেরাউন পত্নী । বিবি আসিয়ার পিতা ছিলেন বনী ইসরাঈল বংশের একজন শিক্ষিত জ্ঞানী ও সম্মানিত ব্যক্তি । তিনি ছিলেন হযরত ইয়াকুব ( আ ) ‘ র অন্যতম পুত্র লেবীর বংশধর ।

বিবি আসিয়া যেমন ছিলেন পরমা সুন্দরী তেমনি বাল্যকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ । শিক্ষিত পিতার তত্ত্বাবধানে লালিত – পালিত আসিয়া এবং তাঁর চেষ্টা ও অধ্যবসায়ের ফলে উপযুক্ত শিক্ষা অর্জন করেন । তিনি তৎকালীন প্রচলিত ধর্মগ্রন্থ অধ্যয়ন করেন এবং নিজের জীবনকে সেই আদর্শে গড়ে তোলেন । বিবি আসিয়ার রূপ ও গুণের কথা দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে ।

অবশেষে কিবতী বংশের কাবুস ওরফে দ্বিতীয় রামাসিস নামক ধনী কৃষকের পুত্রের সাথে তাঁর বিয়ে হয় । আর এই কাবুসই পরবর্তীকালে নিজ বুদ্ধি ও ভাগ্যবলে মিশরের ফেরাউন পদে অধিষ্ঠিত হয়েছিল । অবশ্য মিশরের বাদশাহ হওয়ার অনেক আগেই সে আসিয়াকে বিয়ে করে ।..সংগ্রীহিত

আরও দেখুনঃ উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস PDF

Download Now Hazrat Musa jiboni book book pdf

Hazrat Musa jiboni book pdf download
       
  1. হযরত মুসা ‘আলাইহিস সালাম‘ বইটির লেখক কে?

    উত্তরঃ মুফতী মনসূরুল হক ৷

  2. বইটির প্রকাশনির নাম কি?

    উত্তরঃ মাকতাবাতুল মানসূর

Last updated: